Heder ads

আমার মনের ঔষধ

 আমার মনের অসুখ এমন ভাবে

আমায় গ্রাস করেছে যে

আমি নিজেই জানিনা কি করবো

কোথায় যাবো।

অসুখের ঔষধ আছে,কিন্তু 

কিনার মতো সামর্থ্য নেই আমার

যেই ঔষধ টাকা দিয়ে নয়

ভালোবাসা দিয়ে কিনতে হবে।

কিন্তু আমার কাছে যে 

সেই ভালোবাসা নাই।

সেই ঔষধটা যদি একটু

সহনীয় হতো তাহলে

হয়তো আমি ভালো হয়ে যেতাম। 

একটু দয়া করলে আমিও

সবার মতো পৃথিবীতে 

বাঁচার স্বপ্ন দেখতাম

এভাবে সব শেষ হয়ে যেতোনা।