আমার মনের কথা

আমার মনের কথা

 হে আল্লাহ এই মায়ে রমজান 

মাসে, এই লাইলাতুলকদর রাতে

তোমার কাছে ফরিয়াদ করি

তুমি আমার খোজ খবর না পাওয়া

ছোট ভাই, ছোট বোন, বড় বোন, আমার 

কলিজার টুকরা, ছোট বাগনি, 

আর মাকে ভালো রেখো।

আমি যে ভুল করছি তুমি

তাদের সবার কাছে ১দিনের

জন্য হলেও মিলিয়ে দিও,

ক্ষমা চাওয়ার জন্য।


কলিজা, আপু













হে আল্লাহ আমার জীবনে

আর কিছু চাইনা তুমি

ওদের সবার সাথে 

১বারের জন্য মিলিয়ে দাও।

প্লিজ, তোমরা সবাই আমায়

ক্ষমা করে দিও।

অনেক ভালোবাসি তোমাদের সবাইকে। 

আমি বুঝাতে পারবো না

কতটা বেশি ভালোবাসি। 

বড় বোন, তোমার সাথে কথা

অনেক কম হতো বলেই

হয়তো তোমার কথা বেশি মনে পড়ে। 

বাবু টার কথা অনেক মনে পড়ে। 

পুরনো ভিডিও গুলো দেখি বাবু টার।

মাঝে মাঝে ঘুম থেকে 

মামা বলে কেউ ডাক দেয়,

এমনটা মনে হয়।

ছোটবোন, আপু













আপু তোদের সবাইকে 

অনেক ভালোবাসে পেলেছিরে।

তোমাদের নিয়ে কিছু

লেখতে গেলে চোখের পানিতে

লেখতে আর পারিনা।

ছোট বোনটা যখন ভাই ডাকতো

কলিজাটা ঠান্ডা হয়ে যেতো। 

আপু, ছোট বোন, তোমরা যা

 ভাবো আমি ওতটাও খারাপ না।

 হয়তো তোমাদের বিশ্বাস হারিয়ে গেছে 

 আমার প্রতি। এটাই, সরি আপু।

 এটা আমার ব্যর্থতা। 


ছোটবোন,মামা, কলিজা













তোমরা আমার কলিজার সাথে

 যোগাযোগ বন্ধ করেছো,

 তোমাদের সাথে যোগাযোগ 

 বন্ধ করাটাও কি জরুরি ছিলো আপু।

 আমি তোমারে কেমনে বুঝাবো

 যে কত কষ্ট হয় আমার 

 তোমার সাথে যোগাযোগ না করে

 কথা না বলে থাকতে।

 প্লিজ আমার কলিজারে একটু 

 দেখে রাখিছ ছোট বোন আর আপু।

 ও একটু পাগলামি করলে

 মেনে নিও,কারন ওর মনে যে

 অনেক কষ্ট জমে আছে

 কাউকে বলতেও আজ পারেনা।

 আপু জানিস, তোর বোনটা 

 মানুষ চিনেরে, 

 আমি তারে সারা জীবন সুখে

 রাখতে গিয়ে, সারা জীবনের

 জন্য অসুখী করে দিলাম।

 একটু খেয়াল রাখিস বোন

 আমার পাগলি টার দিকে।

 আজ আর পারছি না।

 আমি সারা জীবন ভরে

 তোমাদের নিয়ে লেখলেও

 শেষ করতে পারবো না।

 LOVE YOU ALL 

 Miss you all time 


মামা


Post a Comment

0 Comments