হে খোদা এই পবিত্র রমজানে
এই সবে কদর রাতে তোমার
কাছে ফরিয়াদ, তুমি
আমার জান পাখিটা কে
সারা জীবন দেখে রেখো,
তোমার হেফাজতে রেখো।
যে খানে থাকে ভালো রেখো।
তার মনের আশা গুলো পুরন করো।
বিপদ থেকে রক্ষা করো আল্লাহ।
অসুখ থেকে রক্ষা করো আল্লাহ।
আর তোমার কাছে ফরিয়াদ
আমার মৃত্যুর আগে
একদিনের জন্য হলেও
আমার কলিজা টাকে
সেবা করার সুযোগ করে দিও।
তুমিতো সবার মনের কথা
যানো আল্লাহ, আমার মনের
কথাও তো তুমি যানো,
কি চাই আমি আমার কলিজার জন্য।
হে আল্লাহ, হে আল্লাহ
তুমি আমার কলিজা টাকে
দেখে রেখো। তার সব কষ্ট আমাকে দিও।
তারপরও তাকে ভালো রেখো।
তুমিতো যানো আল্লাহ
কতটা তাকে ভালোবাসি।
হে আল্লাহ একদিনের জন্য
হলেও তুমি তাকে আমার করে দাও।
কলিজারে, অনেক ভালোবাসি তোরে
বিশ্বাস কর একটা নিশ্বাস
পেলতে পারিনা তোর কথা মনে না করে।
আল্লাহ তুমিতো আমার মনের কথা
যানো, আমি তারে ছাড়া কেমন আছি।
হে আল্লাহ তুমি যদি তারে আমার
না করে দাও, তাহলে আমার মৃত্যু দাও।
আমার যে কত কষ্ট হয়
তুমিতো তা যানো আল্লাহ।
miss you jan pakhi
Very miss you jan pakhi
I love you so much jan pakhi
কলিজা নিজের প্রতি খেয়াল রেখো,
আমারতো আর কপাল
হলোনা তোরে দেখে রাখার।


Social Plugin