Heder ads

কলিজা কেমন আছো?

 কলিজা কেমন আছো তুমি,

শরীরটা কি ভালো আছে,

আমার কথা কি মনে পড়ে, 

এখন কি আমার সাথে

অভিমান করে খানা 

খাওনা, নাকি অন্য 

একজন কে নিয়ে 

স্বপ্ন দেখে, আর কথা

বলে সময় চলে যায়।

আমার কথা ভুলেও

মনে পড়ে না।

আমার সাথে এমন

ভাবে যোগাযোগ বন্ধ 

করা কি খুব প্রয়োজন 

ছিলো বল।

অনেক ভালোবাসি কলিজা পাখি 

আয় না আবার ফিরে 

যত্ন করে রেখে দিবো তোরে।

miss you jan pakhi