কেউ বুঝলোনা আমি কেমন,
কেউ বুঝলোনা আমি কি চাই,
কেউ বুঝলোনা আমার মনের কষ্ট।
কেউ বুঝলোনা আমার ভালোবাসাটা
কেউ বুঝলোনা আমার বন্ধুত্ব
কেউ বুঝলোনা আমার সম্পর্ক
একদিন হারিয়ে যাবো এই
মিথ্যা মায়ার পৃথিবী থেকে।
তখন কেউ খুঁজলে ও
পাবে না আর আমাকে।
চলে যাবো না ফেরার দেশে।
0 Comments