ভাই বোন

ভাই বোন

 ভাই বোনের কি আজব

একটা সম্পর্ক যে,

একদিন দুদিন কল

না দিলে জবাব 

দিতে হতো।

আর এখন কত

দিন কতটা মাস 

কথা, না বলে 

চলে যাচ্ছে, 

কিন্তু জবাব চাওয়ার

কেউ নাই।




কেউ এখন আর 

বলেনা কি হয়েছে

ভাই, কেনো কল দেননা

আজ দুদিন।

তোদের সবাইকে ছেড়ে 

থাকতে আসলেই অনেক

কষ্ট হয় রে আমার।

দোয়া করি ভালো থাকিস 

সবসময়,সব যায়গায়। 


Post a Comment

0 Comments