কোথায় কেমন আছো কলিজা

কোথায় কেমন আছো কলিজা

কলিজা কেমন আছো

কি করো

ভুলে গেছোতো?

ভুল করে কি

একবারও মনে পড়েনা। 

তুমি যানো,

কতটা কষ্টে আমার 

দিনগুলো কাটে তোরে ছাড়া। 

তুমি তোমার নতুন

স্বপ্ন গুলো নিয়ে

ভালো থেকো।

আমি মন থেকে 

দোয়া করি কলিজা।

অনেক ভালোবাসি তোরে

আর দুর থেকে অনেক 

বেশি ভালো ভেসে যাবো

সারাটা জীবন। 


LOVE YOU ALL TIME 


Love you soo much 

কলিজার টুকরা আমার



Post a Comment

0 Comments