®®®আজব এই দুনিয়া®®®
কি আজব দুনিয়ার নিয়ম
যে মানুষটা মুখে একটা
আঙ্গুল দিলে আমার কথা
বন্ধ হয়ে যেতো।
যে মানুষটা ঐ বললে
আমার কথা বন্ধ
হয়ে যেতো,
চুপ বললে
ওখানেই কথা বন্ধ
হয়ে যেতো।
কারন আমি কখনো
চাইনা সে আমার
কোন কথায় কষ্ট পাক।
কলিজার টুকরা আমার |
অথচ আজ কতটা দিন চলে
যাচ্ছে না হয় কথা
না হয় যোগাযোগ,
জানিনা কেমন আছে সে
কোথায় আছে
কেমনে থাকে
কার কলে তার ঘুম ভাঙ্গে
কার মুখ দেখে সে হাসে।
কিন্তু সে কি জানে
তার কথা ভেবে আমি
প্রতিটা মিনিটে মিনিটে
মৃত্যু বরন করতে হয়।
কলিজার টুকরা আমার |
তবে চাই, যেখানে থাক
ভালো থাক, তার হাসিটাসবসময় তার মুখে থাক।ভালো থাকিস কলিজা।এখনো অনেক কান্না করিকলিজা তোর কথা ভেবে।তোরে বললেতো আরতোর কোন কিছু আসে যায় নাআমি তোর কষ্ট নিয়েইএই দুনিয়া ছেড়ে যেতে চাই।কলিজা একটা কথাআজ এমন একটা খবরপাইছি, যে খবরটা শুনলেপৃথিবীতে সবচেয়ে বেশিখুশি হইতি তুই।তাও আজ শুনাতেপারি না।আর তুই শুনতেওচাইবিনা, কলিজাঅনেক মিস করি তোরেমনে পড়ে প্রতিটারমজানে সবচেয়ে বেশি সময়কাটাতাম তুই আর আমি।তোর সাথে কথা না বলেঘুমাতাম না, আর তুইআমার সাথে কথা না বলেগুডনাইট না দিলেসারারাত অপেক্ষা করতি।কেনরে জান পাখিএতো দুরে চলে গেলি।কেনোই বা আমার জীবনে আসলি।আমি যে তোরে ছাড়াথাকতে পারিনাএটাতো তুই বুঝতে পারিছ।তারপরও এমনটা ভাবেভুলে থাকতে পারলি।বিশ্বাস করবি কলিজাতোর ছবি দেখলেচোখের পানি আটকাতেপারিনা কারন, তখনভাবি এই তুমি কি সেই।ভালো নাইরে কলিজাআর এই পৃথিবীতে ভালোথাকাটা আমার নিয়ে চলে গেলি।কলিজা আসলে কি আমিআর তোর দেখা পাবো না??আর পারছিনা লেখতে।sorry jan pakhi.
0 Comments