কি আজব দুনিয়ার নিয়ম

কি আজব দুনিয়ার নিয়ম

 ®®®আজব এই দুনিয়া®®®


কি আজব দুনিয়ার নিয়ম

যে মানুষটা মুখে একটা 

আঙ্গুল দিলে আমার কথা

বন্ধ হয়ে যেতো। 

যে মানুষটা ঐ বললে 

আমার কথা বন্ধ 

হয়ে যেতো,

চুপ বললে 

ওখানেই কথা বন্ধ 

হয়ে যেতো। 

কারন আমি কখনো

চাইনা সে আমার

কোন কথায় কষ্ট পাক।

 

কলিজার টুকরা আমার


 অথচ আজ কতটা দিন চলে 

যাচ্ছে না হয় কথা

না হয় যোগাযোগ, 

জানিনা কেমন আছে সে

কোথায় আছে 

কেমনে থাকে 

কার কলে তার ঘুম ভাঙ্গে 

কার মুখ দেখে সে হাসে।

কিন্তু সে কি জানে 

তার কথা ভেবে আমি

প্রতিটা মিনিটে মিনিটে 

মৃত্যু বরন করতে হয়।

 

কলিজার টুকরা আমার


তবে চাই, যেখানে থাক 
ভালো থাক, তার হাসিটা
সবসময় তার মুখে থাক।
ভালো থাকিস কলিজা।
এখনো অনেক কান্না করি
কলিজা তোর কথা ভেবে।
তোরে বললেতো আর 
তোর কোন কিছু আসে যায় না 
আমি তোর কষ্ট নিয়েই
এই দুনিয়া ছেড়ে যেতে চাই।
কলিজা একটা কথা
আজ এমন একটা খবর 
পাইছি, যে খবরটা শুনলে
পৃথিবীতে সবচেয়ে বেশি 
খুশি হইতি তুই।
তাও আজ শুনাতে 
পারি না।আর তুই শুনতেও
চাইবিনা, কলিজা
অনেক মিস করি তোরে
মনে পড়ে প্রতিটা
রমজানে সবচেয়ে বেশি সময় 
কাটাতাম তুই আর আমি।
তোর সাথে কথা না বলে 
ঘুমাতাম না, আর তুই
আমার সাথে কথা না বলে
গুডনাইট না দিলে
সারারাত অপেক্ষা করতি।
কেনরে জান পাখি 
এতো দুরে চলে গেলি। 
কেনোই বা আমার জীবনে আসলি।
আমি যে তোরে ছাড়া 
থাকতে পারিনা
এটাতো তুই বুঝতে পারিছ।
তারপরও এমনটা ভাবে
ভুলে থাকতে পারলি।
বিশ্বাস করবি কলিজা
তোর ছবি দেখলে
চোখের পানি আটকাতে 
পারিনা কারন, তখন
ভাবি এই তুমি কি সেই।
ভালো নাইরে কলিজা 
আর এই পৃথিবীতে ভালো
থাকাটা আমার নিয়ে চলে গেলি।
কলিজা আসলে কি আমি
আর তোর দেখা পাবো না??
আর পারছিনা লেখতে।
sorry jan pakhi. 

 

Post a Comment

0 Comments