♥®®®অভিনয়®®®♥
সম্পর্ক কি আজব একটা জিনিস
একসময় কেউ একজন বলতো
তোর মুখটা দেখলেই আমি
সারাটাদিন ভালো থাকি,
আর দিনটা ভালো যায়।
আর এখন কথা হয়না
দেখা হয়না, অথচ
তার দিন গুলো ভালোই যায়
আর সারাটা জীবন ভালোই যাবে,
আর ভালোই থাকে সে
আর ভালোই আছে সে।
পৃথিবীতে আসলে এটাই
বুঝতে পারছি যে
সম্পর্ক বলতে কিছু নাই।
যা হয়, তা শুধু ক্ষনিকের অভিনয়।
0 Comments