মায়া

মায়া

 ®®®®মায়া®®®‌®


আজব এই পৃথিবীতে 

মানুষ চলতে চলতে 

কিছু মানুষের সাথে 

পরিচয় হয়ে যায়।

তারপর মায়া,

আর মায়া লাগিয়ে

চলে যাওয়া।


হাবিবা


এর মাঝখানে কাটানো

দিনগুলোর কথা 

ভাবতে ভাবতে 

কিছু মানুষ দুনিয়া 

ছেড়ে চলে যায়। 

আর কিছু মানুষ

তাদের স্মৃতি নিয়ে

বেঁচে থাকে সারাজীবন। 

চলে যাওয়া মানুষ গুলো 

কখনো ভাবিনি অন্য

মানুষটার কথা।

Post a Comment

0 Comments