মানুষের ইনসাফ

মানুষের ইনসাফ

 ®®®®ইনসাফ ®®®®

তোদের ইনসাফ যদি

মনে করো, আমার প্রতি 

 ঠিক আছে, তাহলে

আমি আমার রবের 

কাছে বলবো

তুমিতো সব মনের কথা যানো,

তাহলে আমার ইনসাফটা 

তুমিই না হয় করে দিও।

তবে তাদের কষ্ট দিয়ে নয়

আমার ভালোবাসা আর,

মায়াটা তাদের দেখিয়ে দিয়ে।






অনেক ভালোবাসি কলিজা পাখি 
তোদের সবাইকে 
বিশ্বাস কর ১টা
নিশ্বাস পেলতে পারিনা
তোদের কথা মনে না করে।


 

অনেক ভালোবাসি কলিজা পাখি 

তোকে, ছোট বোনটাকে,

বড় বোনটাকে, ছোট ভাইটাকে,

আর চাঁদের টুকরা বাবু টাকে।

আর মার বুকে মাথা

রেখে কাঁদতে ইচ্ছে করে। 

missid you so much 


Post a Comment

0 Comments