ইতিকথা

ইতিকথা

 ইতিকথা


মেয়েরা কেমন পুরুষ চায় জানেন? 

সুদর্শন, লম্বা, বিত্তবান এবং নির্বোধ।

স্বামী আর স্ত্রী হলো একটা

মুদ্রার এপিঠ-ওপিঠ একসাথে থাকলেও

তারা কখনো মুখোমুখি হতে পারেনা।

মেয়েরা আশা করে ছেলেরা বিয়ের পরে

বদলে যাবে,কিন্তু তা আর হয় না।

আর ছেলেরা আশা করে মেয়েরা 

বিয়ের পরেও একই রকম থাকবে,

কিন্তু তারা ঠিকই বদলে যায়।

কলিজার টুকরা 




















বিষয়টি মজার,একটি ছেলের

জীবনে যখন কোন ধরনের 

দুশ্চিন্তা থাকেনা, সে বিয়ে করে।

এটা অনেকটা সুখে থাকতে

ভুতে কিলানোর মতো।

সুখেরই পৃথিবী, 

সুখেরই অভিনয়, 

যতই আড়ালে রাখো,

আসলে কেউই সুখী নয়।

ইংরেজি শুধু মাত্র একটি ভাষা। 

এটি কখনোই কারো শিক্ষাগত যোগ্যতা 

মাপার মানদণ্ড হতে পারে না। 

কেউ ভালো ইংলিশ জানে মানে

তিনি ও-ই ভাষায় সুদক্ষ। 

তা মানি এই নয় যে

তিনি খুব শিক্ষিত।

জীবনটা পুরোটাই অভিনয়ের রঙ্গমঞ্চ।

সেখানে কেউ অভিনয় করে, 

কেউ অভিনয় সহে

কেউ অভিনয় দেখে।

অভিমান বা রাগ করে

শুধু ফেসবুকেই ব্লক করা যায় 

মন থেকে নয়।

ভাই বোন













যে তোমায় চোখ বুজে বিশ্বাস করে

তার বিশ্বাস কখনো হারিয়ে না কারন

বিশ্বাস একবার হয় বারবার নয়।

ভুলতো মানুষই করে আর

যারা বলে,আমি কখনো 

ভুল করিনি তারা মানুষই নয়।

মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়

কিন্তু বদলে গেলে আর

ফিরে পাওয়া যায় না।

তুমি ভালো না খারাপ কাউকে 

তা প্রমাণ করতে যাবে না

শুধু নিজের কাছে সবসময়

সৎ থাকো, তাহলেই হবে।

সময় একদিন সব কিছুর 

উত্তর দিয়ে দিবে।

রব মনের কথা গুলো তুমি জানো

আমার স্বপ্ন গুলো পুরন করে দিও। 

চেয়েছিলাম ভালোবাসতে কিন্তু 

কখন যে বিরক্তের কারন  হয়ে

গেলাম বুঝতেই পারলাম না।

রাগ কমাতে শিখুন কারণ 

এই রাগের জন্যই অনেক

ভালো সম্পর্কও শেষ হয়ে যায়।

সব থেকে কাছের মানুষ যাদের 

ভেবেছি তারাই আঘাত গুলো

গভীর ভাবে দিয়েছে। 

সময় খারাপ গেলে সাদা

কাপড়ের ও রং ওঠে।














মানুষ গুলো খুব সহজে বদলে যায় 

কিন্তু আপন মানুষ গুলো বদলে গেলে

আর আগের মতো করে কাছে

ফিরে পাওয়া যায় না। 

নিজের উঁচুতে কাউকে দেখে 

তাকে আপনার চেয়ে সেরা

ভাববেন না, উঁচুতে কিন্তু 

পঁচা মাংস খাওয়ার

শুকুনও উড়ে বেড়ায়।

নিজের চেয়ে নিচুতে কাউকে 

দেখে তাকে আপনার চেয়ে 

দুর্বল ভাববেন না, নিচে

পরিশ্রমই আর একতাবদ্ধ 

পিপঁড়েও হাটে।

তাই অবস্থান দেখে কাউকে 

বিচার না করে বরং 

নিজের অবস্থানে নিজেকে

সেরা হিসাবে প্রতিষ্ঠিত করার

চেষ্টা করুন আর 

এটাকেই বলে আত্মতৃপ্তি।

দুনিয়াতে সঙ্গ দেওয়ার 

মানুষের অভাব নেই 

কিন্তু সঙ্গী হয়ে থাকা 

মানুষের বড্ড অভাব। 


Post a Comment

0 Comments