মনকে প্রশ্ন করে ছিলাম সব
আপন মানুষ গুলো কেনো ছেড়ে চলে যায়?
উত্তরে মন বলেছিলো আপন মানুষেরা
কোনদিনও ছেড়ে যায় না,যে ছেড়ে যায়
সে কখনো আপন ছিলো না।
চেনা মুখও দিনের শেষে অচেনা লাগে।
এক জন্মে শরীর চেনা যায়,
মানুষ চিনতে সাত জন্ম লাগে।
একটু কেয়ার নিলে, তোমার সময় নষ্ট হবে না
কিন্তু এই একটু কেয়ার
তোমার সম্পর্ক মজবুত করবে।
অন্যের জীবনে আগুন লাগানো মানুষটা
এটা ভুলে যায় সময়ের হাওয়া যদি দিশা
বদলায় সেও সেই আগুনে
পুড়ে ছাই হয়ে যাবে।
হারিয়ে যাওয়ার পরেই,
হারানো জিনিসটার কদরটা বেড়ে যায়।
তিন ধরনের মানুষের অহংকার বেশিঃ
১।বেশি শিক্ষিত হলে
২।বেশি সুন্দর হলে
৩।হঠাৎ বড়লোক হলে।
রঙিন কাপড়ের মানুষ গুলো
যতদিনে সাদা কাপড়ে না জড়ায়
ততদিনে কেউ তাদের জন্য কাঁদে না।
মনে রাখবেন রব ছাড়া কেউ
আপনাকে ভালো রাখার ক্ষমতা রাখে নাহ।
চেনা জানা মানুষ গুলোই
সময়ের ব্যবধানে অচেনা হয়ে যায়।
অভাব নেই মানুষের অভাবটা
শুধু মনুষ্যত্ব আর বিবেকের।
সুখে থাকার পথ একটাই।
যা কিছু নিয়ন্ত্রণ করা অসম্ভব
তা নিয়ে অকারনে চিন্তা বাদ দাও।
আসলে কেউই কখনো কাউকে
ভুলে যায় না,শুধু প্রয়োজন
ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয়।
®কলিজারে বেঁচে থাকতে
খুব কষ্ট হচ্ছে রে তোরে ছাড়া ®
Miss you so much jan pakhi
0 Comments