তোর ভাবনায়,আমায় কাঁদায় প্রতিদিন!
তোর ভাবনার সমুদ্রে আজ আমি ডুবে গেছি।
তুই আমায় প্রতি দিন, প্রতি ঘন্টায় মনে করছ,
আর আমি, আমার মোবাইলের ইস্কেন লকটা
তোর নাম দিয়েই খুলতে হয়।
কম্পিউটার ওপেনিং করতে হলেও
তোর নামটা ছাড়া ওপেন হয়না।
এবার ভাব কতবার মনে করি আমি
![]() |
ভালোবাসার মৃত্যু হলো |
0 Comments