তুমি যদি আমারই মতো ভাবতে
পৃথিবীটা থাকতো আমারই হাতে।
পারবোনা আমি চাঁদ এনে দিতে
পারবোনা রাখতে তোমার মতো করে।
আমি তোমায় বাসি এতো ভালো
তুমি বাসনা কেনো আমারই মতো?
আমি তোমায় বাসি এতো ভালো
তুমি বাসনা কেনো আমারই মতো?
শুন্যতা তুমি হীন লাগে
সফলতা আমায় ভোলে
আহত হোই আমার আমি
সান্ত্বনা পাবো কোন দিনে।
তুমি জানোনা অবুঝ হইয়ো না
অপেক্ষা আমায় পোড়ায়
থেকে থেকে বুকের মাঝে
অসুখের চিৎকার দিয়ে যায়।
আমি তোমায় বাসি এতো ভালো
.
আমি তোমায় বাসি এতো ভালো
তুমি বাসনা কেনো আমারই মতো?
ঝাপসা লাগে মনটা আমার
না দেখলে তোমায়
রাতটা আমার হয়নি বিষন্ন
না ডাকো ভালোবাসা
অপেক্ষা আমায় পোড়ায়
থেকে থেকে বুকের মাঝে
অসুখের চিৎকার দিয়ে যায়।
আমি তোমায় বাসি এতো ভালো
তুমি বাসনা কেনো আমারই মতো?
আমি তোমায় বাসি এতো ভালো
1 Comments
ভালো লাগলো ভাইজান
ReplyDelete