১। তুমি যতই ভালো হবে
তুমি ততই খারাপ
মানুষের পাল্লায় পড়বে।
২।তুমি যদি জীবনে শান্তি
খুঁজে থাকো তাহলে স্বার্থপর
মানুষদের থেকে দুরে চলে
যাও, তাহলেই শান্তি
এমনিই পেয়ে যাবে।
৩।নিস্পাপ লোকজনের ভুল
এটাই হয় যে, তারা চালাক
লোকজনের উপরে ভরসা
করে তাদের আপনজন
মনে করে নেয়।
৪।সেই সব লোকজনের
থেকে দুরত্ব বজায়
রাখাই ভালো যারা
পাশে থাকার কোন
গুরুত্বই বোঝেনা।
৫।কিছু কষ্ট এমন হয় যে
তাদের কথা যতই বলা
হোক না কেনো সেই কষ্ট-
গুলো কমেই না।
৬।কখনো কারোর উপরে চোখ
বন্ধ করে ভরসা করো না,
কারণ এই দুনিয়া এতটাও
ভালো না যে,তোমার
ভরসাকে তারা বজায় রাখবে।
৭।কে কেনো গিয়েছে এটা
জানা জরুরি নয়। কে
কি শিখিয়ে গেছে
এটাই জানা জরুরি
৮।ভালোবাসায় কোন
শর্ত থাকেনা কলিজা,
এটা হলো সেই দোষ
যেটা বিনা শর্তে করা হয়।
৯।মিষ্টতা সম্পর্কের মধ্যে
লুকানো থাকা উচিত।
কথার মিষ্টতা তো
সকলেই আনতে পারে।
১০।আনুগত্যতার আসল মানি তো,
সেই সব লোকজনকে জিজ্ঞেসা
করো যারা অনেক বছর
ধরে একতরফা কাউকে
ভালোবেসে আসছে।
১১।কারোর জন্য এতটাও
চিন্তা করো না যাতে সে
অবহেলা করতে শুরু করে।
১২।বড়ই অদ্ভুত এই দুনিয়ার
লোকজন, তাদের কে
যতই ভালোবাসো না
কেনো, তারা ততই
বেশি কষ্ট দেয়।
0 Comments