কেউ পাওয়ার জন্য কাঁদে,
আবার কেউ পেয়েও অবহেলা করে।
মানুষ দুটো ক্ষেত্রে বড্ড অসহায়,
দুঃখে বিক্রি করতে পারে না,
আর সুখকে কিনতে পারে না।
নিজের কষ্টের কথা কাউকে
ভুলেও, বলতে যাবেন না।
মনে রাখবেন মলম সবার ঘরে থাকেনা,
কিন্তু লবন সবার ঘরে থাকে।
প্রকৃত সত্য হলো
আপনার কষ্ট গুলো
একমাত্র আপনি বুঝবেন,
অন্য কেউ বুঝবে না।
সে যতই আপনার
আপন হোক না কেনো।
কেউ ব্যস্ত থাকার জন্য
সব কিছু ভুলে যায়,
আবার কেউ সবকিছু
ভোলার জন্য নিজেকে
ব্যস্ত করে নেয়।
সব আঘাতের প্রতিশোধ নিতে নেই,
কিছু আঘাতের বিচার
হাসিমুখে উপরওয়ালার
হাতে ছেড়ে দিতে হয়।
রাগের মাথায় কাউকে
অনেক আঘাত করে
কথা বলার পরেও,
যদি সে চুপ থাকে
তাহলে এটা বুঝে নিও না,
যে সে কষ্ট পাইনি
অথবা তার কাছে
কোন উত্তর নেই,
বরং সম্পর্কটা সে
বাঁচিয়ে রাখতে চায়।
এইজন্য সবকিছু মেনে
নিয়ে চুপ করে গেছে।
কেউ চায়না কাউকে ভুলতে
কিন্তু সময় ভুলিয়ে দেয়।
কেউ চায়না কাউকে হারাতে
কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয়।
আপনার জন্য যেটা
বরাদ্দ আছে,একটু
দেরি হলেও, সেটা
আপনি অবশ্যই পাবেন,
শুধু একটু ধৈর্য ধরুন।
অত্যাচারী মানুষ চিরকাল
বেঁচে থাকে না,
কিন্তু তার উপরে
মানুষের অভিশাপ গুলো
চিরকাল বেঁচে থাকে।
ইতিকথা,ভিডিও
0 Comments