♥দাম্মাম টু মক্কা♥
দাম্মাম থেকে মক্কা ১২০০ কিঃমিঃ
যেতে লাগলো ১৪ ঘন্টা। এর
মাঝে কতগুলো মানুষকে এতোবেশি
মিস করছি, এতো কিছু মনে পড়ছে যে চোখের
কোন দিয়ে পানি এসে হাতে পড়তে শুরু করলো।
তখন এতোবেশি মিস করতে লাগলাম আর আগের
সব কিছু এতো বেশি মনে পড়তে লাগলো যে,
মাথাটা নিছে দিয়ে অনেক কান্না করতে লাগলাম।
অনেক চেষ্টা করেও একটা বারের জন্য তাদের
ভুলতে পারলাম না, অনেক কষ্ট হতে লাগলো,
আর সবার জন্য দোয়া করতে লাগলাম যেন
আমার মতো কেউ যেন এতো কষ্ট না পায়।
আসলে কি দুনিয়ায় বেঁচে থাকার ইচ্ছে গুলোই
আজ হারিয়ে গেছে আমার।
আয়শা,হাবিবা,তাসনীম |
0 Comments