ব্যর্থ আমার সব কিছু

ব্যর্থ আমার সব কিছু

 ®মনে পড়ে সেই সব কথা®

কখনও জোড় করে

অথবা ভুল করে,

বোজো চোখের পাতা

ঝিমিয়ে নাও মাথা,

আমার পরিচয় এড়িয়ে যাও।

যেভাবে উচ্চারণ 

হয়েছে সাধারন

খেলাতে হেরেছি,

আকঁড়ে ধরেছি,

ছাড়িয়ে নাও তোমায়,

এগিয়ে যাও।

থাক সে কথা যানতে চেয়ে আর,

লজ্জা দিও না।

স্পর্শকামী হাত দুটো আর,

ধরতে চেয়ো না।

আমি অনেক দুরের মানুষ,

কাছে থাকি কিছুক্ষণ। 

তুমি মিথ্যে আমায় দিলে,

তোমার মন।

♥মুক্তা+আয়শা+হাবিবা♥
 আমি নিজেই

নিজেকে ঠকাই,

ভুলে থাকি কিছুক্ষণ, 

তুমি মিথ্যে আমায় দিলে,

তোমার মন।

যে সুরে বেঁধেছি

আঙুলে গেঁথেছি

সে হাত একবার ধরে দেখো,

ছুঁয়ে দেখো না।




যে ফিতে বাঁধনি,

আড়ালে কাঁদনি,

অঝোরে ঝরিনি,

নজরে পড়িনি,

আমার পরিচয় 

এড়িয়ে যাও।

থাক সে কথা

 যানতে চেয়ে আর,

লজ্জা দিও না।

স্পর্শকামী হাত দুটো আর,

ধরতে চেয়ো না।

আমি অনেক দুরের মানুষ,

কাছে থাকি কিছুক্ষণ। 

তুমি মিথ্যে আমায় দিলে,

তোমার মন।

আমি নিজেই

নিজেকে ঠকাই,

ভুলে থাকি কিছুক্ষণ, 

তুমি মিথ্যে আমায় দিলে,

তোমার মন।
      



Post a Comment

0 Comments