নিজেকে আজ দিয়েছি ছুটি

নিজেকে আজ দিয়েছি ছুটি

®®বিবেকহীন বিরহ আজ®®

বিবেক তোমার 
বাঁধা দেয় না কেন 
মানুষ নাকি
অনুভূতিহীন
কোনও পণ্য আমি 
বেইমানি আর অবমাননায়
ভরা জড় তুমি
দেখ ধ্বংস তোমার
নিজেই নিজে তুমি
প্রায়শ্চিত্ত 
তোমার কভু
হবে নাতো আর
গড়ো কেনো এতো বড়
পাপের পাহাড় 
স্মৃতিরা কি দেখা দেয় না
তোমার ঐ চাঁদে
আঁধার কালো প্রতি রাতে।

হাবিবা+আয়শা
 অন্ধ তুমি নাকি হৃদয়হীনা
এতো যন্ত্রণা আমার যে সয়না
হাজার বলেছি এই আমি তোমায়
বুঝিনি যে তোমার কি আসে যায়
প্রায়শ্চিত্ত 
তোমার কভু
হবে নাতো আর
গড়ো কেনো এতো বড়
পাপের পাহাড় 
স্মৃতিরা কি দেখা দেয় না
তোমার ঐ চাঁদে
আঁধার কালো প্রতি রাতে।
নাটক তোমার 
ধরতে না পারা আমি
কি দারুন নাট্যকার
অভিনেত্রী তুমি
আজ তোমার নাটকে
আবার এলোমেলো পৃথিবী আমার
এ যেনো এক বিশাল 
নেশার পাহাড়।
প্রায়শ্চিত্ত 
তোমার কভু
হবে নাতো আর
গড়ো কেনো এতো বড়
পাপের পাহাড় 
স্মৃতিরা কি দেখা দেয় না
তোমার ঐ চাঁদে
আঁধার কালো প্রতি রাতে।



Post a Comment

0 Comments